অনলাইন ডেস্ক :
দীর্ঘদিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপের পর ৩৩ দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন ক্যাবরেরা। সাফ চ্যাম্পিয়িনশিপ শেষে ৩ জুলাই দেশে ফেরে বাংলাদেশ দল, আর ৭ জুলাই নিজের দেশ স্পেনে ছুটি কাটাতে যান ক্যাবরেরা।বাৎসরিক ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি পাওনা থাকায় এবার দীর্ঘদিন ছুটি কাটিয়েছেন জামাল-তপুদের গুরু। লম্বা একটা ছুটি কাটিয়ে এসেই কাজে নেমে পড়তে হচ্ছে ক্যাবরেরাকে।
আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দুি ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করতে হবে ক্যাবরেরাকে। ২০ আগসাট থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলেই দল নিয়ে চীনের উদ্দেশে রওনা দেবেন ক্যাবরেরা ও তার শিষ্যরা। এশিয়ান গেমস থেকে ফেরার পরই মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের হোম আর অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল