জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিইডি বিভাগের উদ্যোগে শেখ হাসিনা সেতুর উত্তর পাশে সংযোগ সড়কের ধসে যাওয়া অংশ সংস্কার করা হয়েছে। কয়েকদিনের টানা বর্ষনে রংপুর টু কাকিনা হয়ে বুড়িমারীস্থল বন্দর যাওয়া গুরুপূর্ণ সড়কের মহিপুরে শেখ হাসিনা সেতুর উত্তর পাশে সড়কের একটি স্থান ধসে যায়। গত শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী উপস্থিত থেকে ওই ধসে যাওয়া অংশ সংস্কার করে নেন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, সড়ক ধসের বিষয়টি তাৎক্ষনিক আমাকে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি জানায়। আমি বিষয়িট উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলামকে জানিয়ে তাকে সাথে নিয়ে পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ গ্রহন করি।

আরও পড়ুন
নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ
কমলগঞ্জে বরই চাষে সফল আজাদ, অনুসরণ করছেন যুবকরা
বেহাল ডামুড্যা শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের ভোগান্তি চরমে