January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 15th, 2023, 7:09 pm

ঢাকায় সাঈদীর গায়েবানা জানাজা হবে না: ডিএমপি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার (১৫ আগস্ট) বলেছেন, যুদ্ধাপরাধের আসামি ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা রাজধানীতে হতে দেওয়া হবে না।

সোমবার রাতে জামায়াত-শিবিরের হামলা-ভাঙচুরের কথা বিবেচনা করে অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি।

আজ সকালে রাজধানীর মিন্টু রোডে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।

ডিএমপি প্রধান বলেন, ফজরের নামাজের পর জামায়াত-শিবিরের কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এলাকা দখল করে এবং সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করে।

ঢাকার শাহবাগে বিএসএমএমইউর সামনে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে বাধ্য হয়।

এর আগে সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেলোয়ার হোসেন সাঈদী।

—-ইউএনবি