জেলা প্রতিনিধি, পাবনা :
নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনার চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) মধ্যরাত ও ভোররাতে তাদের আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পাবনা সদর উপজেলার মজিদপুর বাচ্চু সরদারের বাড়ির পাশ থেকে ভোর পৌনে পাঁচটার দিকে ১০ জনকে, ঈশ্বরদী উপজেলার শেখেরদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোর চারটার দিকে ১১ জনকে, ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের পুরনো ভবনের সাইকেল গ্যারেজ থেকে ভোর পাঁচটার দিকে ৬ জনকে এবং সাঁথিয়া উপজেলার পিপুলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে রাত ১২টার দিকে ৯ জনকে আটক করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন এক বিবৃতিতে বলেন, শুধুমাত্র গায়েবানা জানাযায় অংশগ্রহণ করার কারণেই এসব নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ নগ্নতার পরিচয় দিয়েছে। গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানান।

আরও পড়ুন
হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিলে যাবে প্রসিকিউশন
শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ ছিল; তিনি প্রতারণা করেছেন: রায়ের পর্যবেক্ষণে বিচারক
প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড