অনলাইন ডেস্ক :
গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই বাংলায় তার অভিনয়ের মুগ্ধতা ছড়াচ্ছেন। সম্প্রতি ‘দুঃসাহসী খোকা’ সিনেমার পোস্টার উন্মোচন অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হয়ে এসেছিলেন। যদিও তিনি এই সিনেমাটিতে অভিনয় করেননি। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিনেমাটির পোস্টার উন্মোচন করেন। অবশ্য বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, অনেক আগেই বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা ও তথ্যচিত্র নির্মিত হওয়া উচিত ছিল। তিনি দল, মত, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় বরং বাংলার মানচিত্র। চঞ্চল আরও বলেন, আমি এখন পঞ্চাশ বছরে দাঁড়িয়ে। ভবিষ্যৎ প্রজন্মের এখনই সময় তার বিষয়ে জানার। আর তার জন্য বেশি বেশি সিনেমা ও তথ্যচিত্র নির্মাণ করতে হবে যেন আগামী প্রজন্ম জানতে পারে তার ইতিহাস।
এ অভিনেতা আরও বলেন, একটি বিষয় খেয়াল রাখতে হবে। অবশ্যই যেন ভাবাবেগে অতিরিক্ত কিছু সংযোজিত না হয়। সিনেমা একটি বিরাট মাধ্যম। এই মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম তাদের প্রতিটি ইতিহাস জানতে পারে। আমি একজন বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর প্রতি অনুগত। এও বলবো একজন শিল্পীকে কখনো রাজনৈতিকভাবে চিহ্নিত করা উচিত নয়। মৃণাল সেনের বায়োপিকে অভিনয় প্রসঙ্গে চঞ্চল বলেন, সত্যি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এমন একটি চরিত্রে আমাকে সুযোগ করে দেয়ার জন্য। বর্তমান অভিনয় ব্যস্ততা নিয়ে চঞ্চল বলেন, আপনারা তো জানেন আমি যখন যে সিনেমায় অভিনয় করি সে সময় থেকে আমার মননে চিন্তায় ওই সিনেমার চরিত্র ঘুরপাক খায়। আমি সেই সিনেমাটি রিলিজ না হওয়া পর্যন্ত অন্য কোনো নতুন কাজ হাতে নেই না।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব