January 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 18th, 2023, 8:06 pm

ডি ভিলিয়ার্সের মতে বিশ্বকাপ সেমিফাইনাল খেলবেন যারা

অনলাইন ডেস্ক :

দ্রুতই ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপের ক্ষণ। ১০ দলের আসরটি এবার অনুষ্ঠিত হবে এশিয়ার মাটিতে। তাই স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের লড়াইয়ে এশিয়ান দলগুলো এগিয়ে থাকবে। ইতোমধ্যেই প্রেডিকশন করা শুরু হয়ে গেছে যে- কোন কোন দল সেমিফাইনাল কিংবা ফাইনালে খেলবে। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবিডি ভিলিয়ার্সও বসে নেই। তিনিও বলে দিলেন সম্ভাব্য সেমিফাইনালিস্ট চার দলের নাম। এবারের বিশ্বকাপের আয়োজক ভারত শিরোপার লড়াইয়ে অন্যতম ফেবারিট। এ ছাড়া চেনা কন্ডিশনে পাকিস্তানকেও ফেলে দেওয়ার উপায় নেই। উপমহাদেশের উইকেটে অন্য দলগুলো এমনিতেই বিপাকে পড়ে যায়। যে কারণে এর আগে ভারতের বীরেন্দর শেবাগ, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এশিয়ার দুটি দল সেমিফাইনালে উঠবে বলে মন্তব্য করেছিলেন।

কিন্তু ভিলিয়ার্স মনে করেন, রাউন্ড রবিন লিগ পেরিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া তিনটি দলই হবে এশিয়ার বাইরের! ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই ভারতকে রাখতে হবে। আমি তো মনে করি তারা আবারও বিশ্বকাপ জিতবে। এটা একটা রূপকথার বিশ্বকাপ হবে। সেমিফাইনালের ক্ষেত্রে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া-এই বিগ থ্রিকে রাখব আমি। যদিও পাকিস্তানের ভালো সম্ভাবনা আছে, তবু চার নম্বরে আমি দক্ষিণ আফ্রিকাকেই রাখব। উপমহাদেশের বাইরের তিনটা সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ। তারপরও নিজের অনুমানে আমি অটল, কারণ বিশ্বকাপ ভালো উইকেটে খেলা হবে।