জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):
সিরাজগঞ্জের শাহজাদপুরে কালোবাজারে পাচারকালে ট্রাকভর্তি টিসিবির চালসহ চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন থেকে সরাসরি টিসিবির এক ট্রাক চাল পাচারকালে এনায়েতপুরের বাদল মোড় থেকে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকভর্তি চাল জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। ট্রাক চালক মো. জহির মন্ডল কৈজুরি ইউনিয়নের চর-কৈজুরি গ্রামের শাহজাহান মন্ডলের পুত্র।
ট্রাক চালক জহির মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- চর-কৈজুরি গ্রামের মন্টু ও কুদ্দুস চাল অন্যত্র নেওয়ার জন্য ট্রাকে তুলে দিয়েছে। ট্রাকে সাড়ে ৩ মেট্রিকটন চাল আছে বলেও জানান তিনি। এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- সরকারি ন্যয্যমূল্যের চাল পাচারকালে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালসহ ট্রাক জব্দ করে চালককে থানায় নিয়ে আসে।
এ ব্যপারে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের বাড়ি ক্রোকের আদেশ
কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
ইতালির নাগরিক তাবেলা হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪