January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 22nd, 2023, 7:22 pm

চট্টগ্রামে ফ্লাইওভারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জি সি মোড়ের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-নগরীর সদরঘাট থানার মাদার বাড়ির দারোগার হাট এলাকার ইউনুস মোল্লার ছেলে মো. ইমরান (২৩) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা রাসেল চৌধুরীর মেয়ে নাহিদা সুলতানা (২১)। তারা দুজন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। আল ইমরান ইফতি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্র সংসদের সদস্য ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ১০ দিকে খুলশী থানার ওয়াসা ও জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

—ইউএনবি