অনলাইন ডেস্ক :
ডানদিকে কাত হয়ে শুয়ে আছেন জেনি হারমোসো। ডান হাতের ওপর সদ্য জেতা বিশ্বকাপ ট্রফি শুয়ে রেখে বাঁ হাত দিয়ে ধরে আছেন। ছবিটি তিনি টুইটারে শেয়ার করার পর থেকে আলোচনায় লিওনেল মেসি। কারণ গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর বিছানায় ট্রফি নিয়ে এই পোজে ছবি তুলে পোস্ট করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। মেসিকে অনুকরণ করেই এই ছবি তুলেছেন কি না হারমোসো, তা জানাননি। তবে বুঝিয়ে দিয়েছেন, ঘুমের মধ্যেও ট্রফিটা হাতছাড়া করতে চান না তিনি।
ক্যাপশনে তিনি লেখেন, ‘দারুণ স্বপ্ন সত্যি হলো।’ গত রোববার সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় স্পেন। ওলগা কারমোনার প্রথমার্ধের গোল গড়ে দেয় পার্থক্য। তবে হারমোসোর জন্য দিনটা হতে পারতো বেদনাদায়ক। ভাগ্য ভালো যে তার পেনাল্টি মিসের পরও স্পেনকে খেসারত দিতে হয়নি।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল