January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 22nd, 2023, 8:08 pm

জাপানকে স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানাল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক :

শিগগিরই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২২ আগষ্ট) এ কথা জানায় জাপান সরকার। স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার তিন মাসেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়া আবারও এ উদ্যোগ নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইট উৎক্ষেপণের এ পরিকল্পনার কথা উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই উৎক্ষেপণ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

জাপান কোস্টগার্ড বলছে, আগামী ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করা হবে। এর আগে মে মাসে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি উড্ডয়নের পরপরই সমুদ্রে ডুবে যায়। উত্তর কোরিয়া বলছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন উপস্থিতি মোকাবিলায় তারা গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, গত সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে দেশটি।