নাটোরে সড়ক দুর্ঘটনায় হারুন-উর-রশিদ (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) লালপুর উপজেলার লক্ষ্মীপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন-উর-রশিদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, লালপুর উপজেলার লক্ষ্মীপুর বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও কয়েকটি রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও ছয়জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক হারুন-উর-রশিদকে মৃত ঘোষণা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও