জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
নারী সহকর্মীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করায় একজনকে মঙ্গলবার (২২ আগষ্ট) রাতে গ্রেফতার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতারকৃতের নাম মোঃ ইমদাদুল হোসেন ইমন(২২)।
এপিবিএন সূত্র জানায়, বিগত চার বছর যাবৎ ঢাকার জাপান গার্ডেন টোকিও স্কয়ার মার্কেটে সেলস গার্লের চাকুরি করতো মোঃ ইমদাদুল হোসেন ইমন। একই দোকানে সেলসম্যানের চাকুরি করতো ভিকটিম নারী। আনুমানিক ২ মাসে আগে ইমন এর চাকুরি চলে যায়। তার চাকুরি চলে যাওয়ায় সে ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ইমো আইডি থেকে ছবি সংগ্রহ করে তা এডিট করে অশ্লীল ভাবে বিকৃত করে “চটি গল্পের জগৎ“ ম্যাসেঞ্জার আইডি থেকে ভিকটিমের ম্যাসেঞ্জার আইডিতে প্রেরণ করে।
পরবর্তীতে ভিকটিম আইনগত সহায়তা চেয়ে জাতীয় জরুরী সেবা “৯৯৯“ এ কল করে অভিযোগ জানায়। অভিযোগে ভিত্তিতে এপিবিএন এর একটি দল আসামীকে গ্রেফতার করে।
ধৃত আসামীকে ২৩ আগস্ট হাজারীবাগ থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা কারা হয়েছে।
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫