যশোর সদর উপজেলায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) উপজেলার বসুন্দিয়া সিঙ্গিয়াই নামক স্থানে ভোর ৪টার দিকে খুলনা থেকে নাটোরগামী একটি মালবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়।
যশোর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে লাইচ্যুত বগিগুলোকে সরিয়ে নেয়। এরপর সকাল ১১টা ১০ মিনিটে খুলনার সঙ্গে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।
উল্লেখ্য, লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল।
—-ইউএনবি

আরও পড়ুন
বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি
নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ
কমলগঞ্জে বরই চাষে সফল আজাদ, অনুসরণ করছেন যুবকরা