January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 27th, 2023, 7:29 pm

সীতাকুণ্ডে রেললাইনে থেমে যাওয়া গাড়িতে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ পুলিশ সদস্য নিহত ও ৩ জন আহত হয়েছেন। রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ছলিমপুর ইউনিয়নের ফকিরহাটের ফকির পাড়ার রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে।

নিহত ৩ পুলিশ কনস্টেবল হচ্ছেন মো. মিজান (৩৪), মো. হোসেন (২৯) ও ইস্কান্দার (২৮)। তারা সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় আহত ৩ জন হলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, উপপরিদর্শক (এসআই) সুমন শর্মা (৩২) ও পিকআপ ভ্যানচালক কনস্টেবল সমর (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পুলিশের ভ্যানটি টহল দিচ্ছিল। গাড়িটি রেললাইন পার হওয়ার সময় সেখানে গেটম্যান দিপু ছিল না।

গেট বন্ধ না থাকায় পুলিশের গাড়িটি রেললাইনে উঠে গেলে মুহূর্তেই ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের টহল ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৩ জন নিহতের খবর শুনেছি।

—-ইউএনবি