কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছে হাজারো যাত্রী।
রবিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর (প্রভাতী) ট্রেন ভৈরব রেলজংশনে পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রেলজংশন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব রেল জংশনে এসে পৌঁছায়। পরে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ইঞ্জিন ঘোরানোর সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়।
ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় একটি বগি লাইনচ্যুত হয়।
ইঞ্জিনটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো