নিজস্ব প্রতিবেদক:
সরকারের ১০টি মন্ত্রণালয় ও বিভাগ চলতি বছরের এখন পর্যন্ত কোনো উন্নয়ন কর্মসূচিতে থাকা কোনো প্রকল্প শুরু করতে পারেনি। চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় মাস প্রায় শেষ হয়ে এলেও পাঁচটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ বরাদ্দের ব্যয় শুরু করতে পারেনি। তাছাড়া সরকারের সব মন্ত্রণালয় মিলিয়ে ব্যয় হয়েছে মোট বরাদ্দের মাত্র ১ দশমিক ২৭ শতাংশ অর্থ। যদিও গত অর্থবছরের শেষ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ২২ দশমিক ৪৪ শতাংশ অর্থ। দেশের উন্নয়ন প্রকল্পগুলোয় প্রতি অর্থবছরের শেষ সময়ে, বিশেষ করে জুনে অগ্রগতি সবচেয়ে বেশি হলেও জুলাইয়ে কমে যায়। গত কয়েক বছর ধরেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এমন ধারা চলছে। পরিকল্পনা মন্ত্রণলয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি বছরের জুলাইয়ে উন্নয়ন বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে মাত্র ৩ হাজার ৪৮৯ কোটি টাকা। অথচ সরকার যেখানে চলতি অর্থবছরে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে। আর গত অর্থবছরের শুধু জুনে ব্যয় হয়েছে ৫৩ হাজার ৭৭ কোটি টাকা। গত ১০ বছরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এমন চিত্রই সামনে এসেছে। এ বছর এখনো ব্যয় শুরু করেনি পানি সম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়। আর পাঁচটি বিভাগের মধ্যে রয়েছে আইন ও বিচার বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন।
সূত্র জানায়, সরকারি প্রতিষ্ঠানগুলো অর্থবছরের শুরুতে প্রকল্প বাস্তবায়নে অবহেলা দেখায়। আর বছর শেষে তড়িঘড়ি করে এডিপি বাস্তবায়ন করে করে থাকে। ফলে অনেক সময়ই প্রকল্পের গুণগত মান রক্ষা করা সম্ভব হয় না। আর নির্ধারিত সময়ে কাজ না হওয়ায় অনেক সময় প্রকল্পের সময় ও ব্যয় বেড়ে যায়। গত অর্থবছরের জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার ছিল শূন্য দশমিক ৯৬ শতাংশ।
এ ছাড়া ২০২১-২২ অর্থবছরে ১ দশমিক ১৪ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ১ দশমিক ৫২, ২০১৯-২০ অর্থবছরে ১ দশমিক ৮৪, ২০১৮-১৯ অর্থবছরে শূন্য দশমিক ৫৭, ২০১৭-১৮ অর্থবছরে শূন্য দশমিক ৯৩, ২০১৬-১৭ অর্থবছরে শূন্য দশমিক ৫৬, ২০১৫-১৬ অর্থবছরে ১, ২০১৪-১৫ অর্থবছরে ২ ও ২০১৩-১৪ অর্থবছরে ছিল ২ শতাংশ। অর্থাৎ কোনো অর্থবছরেই ২ শতাংশের বেশি কাজ হয়নি।
সূত্র জানায়, গত কয়েক অর্থবছরে এডিপি বাস্তবায়নে পুরো অর্থবছরের এক-তৃতীয়াংশ কাজই জুনে হয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরের জুনে এডিপি বাস্তবায়নের হার ছিল ২২ দশমিক ৪৪ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ২৭ দশমিক ৯০ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ২৩ দশমিক ৭৫, ২০১৯-২০ অর্থবছরে ২৩ দশমিক ০২, ২০১৮-১৯ অর্থবছরে ২৬ দশমিক ৬৯, ২০১৭-১৮ অর্থবছরে ৩১ দশমিক ২২, ২০১৬-১৭ অর্থবছরে ২৫ দশমিক শূন্য ৫ ও ২০১৫-১৬ অর্থবছরে ছিল ৩১ শতাংশ।
চলতি অর্থবছরে এডিপিতে মোট ১ হাজার ৩৯২টি প্রকল্প রয়েছে। এবারের এডিপিতে স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দ ৩৫ হাজার ৮৪২ কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩১ হাজার ২৯৫ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগের জন্য ২৪ হাজার ১৩৯ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ১৬ হাজার ১১ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগের জন্য ১৫ হাজার ৮৫১ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৪ হাজার ৯২৮ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ১৪ হাজার কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার ৬৪১ কোটি টাকা, সেতু বিভাগের জন্য ৯ হাজার ২৮৯ কোটি টাকা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য ৭ হাজার ৯৩৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
এদিকে অর্থনীতিবিদদের মতে, প্রতি বছরই এমনটা চলছে। প্রথম দিকে কাজের ধীরগতি দেখা যায়। কিন্তু বছরের শেষ সময়ে দ্রুত কাজ করতে গিয়ে কাজের মানে অনেক ছাড় দিতে হয়। এতে সময় ও ব্যয় বেড়ে যায়।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী