অনলাইন ডেস্ক :
ইতালিয়ান সিরি ‘এ’ লিগে সহজ জয় পেয়েছে ইন্টার মিলান। সোমবার রাতে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। ক্যালিয়ারির বিপক্ষে গোল করে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গেছেন লাউতারো মার্টিনেজ। ইতালিয়ান লিগ সিরি ‘এ’-তে খেলেছেন ম্যারাডোনা ও রোনালদো। লিগটিতে দুজনেরই গোলসংখ্যা ৮১ করে। আর আর্জেন্টাইন তারকা মার্টিনেজের গোলসংখ্যা এখন ৮২টি। সোমবার রাতে ক্যালিয়ারির ঘরের মাঠ ইউনিপোল ডোমাস স্টেডিয়ামে ম্যাচের ২১তম মিনিটে মার্কোস থুরামের অ্যাসিস্টে গোল করে ইন্টারকে এগিয়ে দেন ডাচ রাইট ব্যাক ডামফ্রিজ।
এরপর ম্যাচের ৩০তম মিনিটে ইন্টারকে দ্বিতীয় গোল এনে দেন মার্টিনেজ। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার। বিরতির পর একের পর এক আক্রমণ শাণালেও ভালো ফিনিশিংয়ের অভাবে ইন্টার আর গোলের দেখা পায়নি। ফলে ২-০ গোলের জয় নিয়েই তুষ্ট থাকতে হয় ইন্টারকে। এই জয়ের ফলে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে এসি মিলান।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম