অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি দীর্ঘ ২৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। পরীমনির আইনজীবী জানিয়েছেন, কোনো আইনি বাধা না থাকায় পরীমনি আবারো শুটিং শুরু করতে পারবেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, পরীমনি শুটিংয়ে যেতে পারবে, এখানে আদালতের কোনো বাধা নেই। তিনি খানিকটা অসুস্থ, তবে তিনি অবশ্যই শুটিংয়ে ফিরবেন। অভিনেত্রী শিগগিরই চিকিৎসা নেবেন বলেও সুরভী উল্লেখ করেন। পরীমনির হাতে রয়েছে দুটি ছবি ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’। এ ছাড়া ‘অন্তরাল’ নামে একটি ওয়েব সিরিজেও কাজের কথা আছে তার। কাজে ফেরার ব্যাপারে পরীমনির ভাবনা কি? জানতে চাইলে এই নায়িকা বলেন, কাজ নিয়ে কারও সঙ্গে কথা বলিনি এখনো। মাত্রই তো এলাম। তবে যত দ্রুত ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো, ততই আমার জন্য মঙ্গল হবে। নির্মাতাদের সঙ্গে কথা বলবো ভাবছি। দ্রুতই কাজে ফিরতে চাই। উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট বিকালে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় বাসা থেকে সাড়ে ১৮ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ জব্দ করা হয়। ওই ঘটনায় র্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান মাদক আইনে একটি মামলা করেন। উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পায় পরীমনি অভিনীত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। ওই সিনেমা মুক্তির আগেই তিনি প্রায় ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন! যেকোনো সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকাদের ক্ষেত্রেই এটি বিরল। যদিও সবগুলো সিনেমা শেষ পর্যন্ত মুক্তির আলো দেখেনি। ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে যাত্রা শুরু হলেও পরীমনি আলোচনায় আসেন ‘রানা প্লাজা’ সিনেমার মাধ্যমে। কেবল ২০১৫ সালেই তার এক ডজন সিনেমা মুক্তি পেয়েছিল। রাতারাতি ঢালিউডের তারকা বনে যান তিনি। মূলত সিনেমায় পরীমনির জনপ্রিয়তা বাড়ে ২০১৬ সালে। ওই বছর মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘রক্ত’। সেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এর পরের বছর ‘অন্তর জ¦ালা’ সিনেমায় কাজ করেও প্রশংসিত হয়েছিলেন এ নায়িকা। তবে পরীমনির ক্যারিয়ারে এ পর্যন্ত সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘স্বপ্নজাল’। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই