January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 31st, 2023, 8:10 pm

তাবলিগ জামাতে যোগ দিলেন পলাশ

অনলাইন ডেস্ক :

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশকে হাবু ভাইয়ের বিয়েতে দেখা যায়নি। কেন? এই প্রশ্ন নানা মাধ্যমেই উঠে আসে। অবশেষে জানা গেল, পলাশ কোথায় ছিলেন। জনপ্রিয় এই অভিনেতা তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। তাই হাবু ভাই অর্থাৎ চাষী আলমের বিয়েতে উপস্থিত হতে পারেননি। জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

সম্প্রতি চাষী আলমকে জিজ্ঞেস করা হয়েছিল পলাশ বিয়েতে আসেনি কেন, এর জবাবে এই অভিনেতা বলেন, ‘পলাশ তাবলিগ জামাতে গিয়েছে তিন দিনের জন্য। তাই সে বিয়েতে আসতে পারেনি।’ পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে গত রাতে ছড়িয়ে পড়ে। এরপর পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার দুপুরে তিনি তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।