December 31, 2025
Friday, September 1st, 2023, 9:55 pm

মেয়ের সঙ্গে ভাইরাল নাবিলা

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ক্যারিয়ারে অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি। ২০১৮ সালে শৈশবের বন্ধু জোবায়দুল হক রিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারে মনযোগী হয়েছেন এই তারকা। ২০২১ সালের ২১ জুলাই সেই সংসারে এই দম্পতির কোল আলো করে জন্ম নেয় কন্যাসন্তান মালহা মাসুমা হক স্মিহা। বর্তমানে স্বামী-সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন নাবিলা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নাবিলা। ক্যাপশনে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই ছবিটি। ওই ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে নীল রঙের একটি শাড়ি। অন্যদিকে নাবিলার মেয়ে স্মিহা পরেছে ধুসর রঙের একটি ফ্রক। পরম আদরে মেয়েকে জড়িয়ে রয়েছেন নাবিলা। বেশ আদর মাখা হাতে যেন মেয়েকে আগলে রেখেছেন এই অভিনেত্রী। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ১৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রিতিমতো মন্তব্যের ঝড় উঠেছে নাবিলার কমেন্টবক্সে। একজন লিখেছেন, মাশাআল্লাহ, পরী একটা। নাবিলার এক ভক্ত লেখেন, মাশআল্লাহ বিউটিফুল। আরেক নেটিজেন লিখেছেন, প্রিন্সেস।