কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভাইকে হত্যার অপরাধে চার ভাই ও এক বোনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খালিশাখালি গ্রামের গ্রামের মতিউর রহমানের চার ছেলে নজরুল (৩৮), খোকন (৪০), সাত্তার (৩৫) ও বকুল (৪৮) এবং মেয়ে চম্পা আক্তার (৩৫)।
বাকি দুই আসামি হচ্ছে একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন এবং মকু’র ছেলে মো. সৈয়দ (৫০)। আসামিরা সকলেই একই এলাকার বাসিন্দা।
রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি নজরুল বিচার চলাকালে জামিনে গিয়ে পলাতক হয়।
মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি দিলিপ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৩ নভেম্বর বাড়ির সীমানায় গাছকাটা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রিটন মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তার ভাই-বোনেরা। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি পাকুন্দিয়া থানায় মামলা করেন।
২০১৭ সালে ১৯ অক্টোবর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।
—–ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ