অনলাইন ডেস্ক :
বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ভারতের নয়াদিল্লিতে হাসপাতালের চিকিৎসকরা।
ঢাকায় গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে তাকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে নেয়া হয়।
নয়াদিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, ‘‘তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি’।
তিনি আরো বলেন, “দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব”।

আরও পড়ুন
হাদিসহ স্বৈরাচারের সময়ে যারা গুম-খুন হয়েছে তাদের ঋণ শোধ করতে হবে: তারেক রহমান
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ন্যান্সির গান ‘নেতা আসছে’
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত আমির