January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 4th, 2021, 5:39 pm

ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সাইফুল ইসলাম তালুকদার :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামী সোহেল রানা (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের আমিনুল হকের পুত্র সোহেল রানা একই ইউনিয়নের এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ছাত্রীটি বিয়ের কথা বললে সোহেল বিভিন্ন টালবাহানা শুরু করে। এব্যপারে কলেজছাত্রী সোহেলের পরিবারের কাছে বিচার দাবি করলে তারা বিবাহ করাতে অস্বীকার করে। পরে ধর্ষিতা নিরুপায় হয়ে নিজেই বাদী হয়ে সোহেল রানাকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলা করার পর থেকে সোহেল আত্মগোপনে ছিল। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরগঞ্জ থানার এস আই সাদী মোহাম্মদ এক অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, ধর্ষক সোহেলকে রবিবার আদালতে প্রেরণ করা হবে। #