December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 7th, 2023, 9:14 pm

টিএসসিতে গাছ পড়ে রিকশাচালকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টিএসসির সামনে বৃহস্পতিবার গাছ পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম (৪০) শেরপুর জেলার বাসিন্দা।

এ ঘটনায় গাছের পাশে দাঁড়িয়ে থাকা ২-৩ শিক্ষার্থী সামান্য আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে আশ্রয় নেওয়ার সময় গাছটি তার উপর ভেঙে পড়ে। এতে তিনি আহত হন।

ঢাকা মেডিকেল কলেশ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানটি পরিষ্কার করেন। দলটির এক সদস্য আক্তার হোসেন বলেন, ‘আমরা অনুমান করছি, গাছটির শেকড় পচে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এটা আমাদের প্রাথমিক অনুমান।’

—-ইউএনবি