কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন- মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (৪৫) এবং পথচারী আবুল কালাম ও বাহরাম।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ১০টার দিকে চান্দিনার হাড়িতলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময়ে বাসটি রাস্তার পাশে দুইজন পথচারীকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন নিহত হন। এরপর আহত পথচারী আবুল কালাম ও বাহরাম চান্দিনা হাসপাতালে মারা যান।
তিনি আরও বলেন, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে বাসটি জব্দ করে স্থানীয় লোকজন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
—-ইউএনবি
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার