কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন- মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (৪৫) এবং পথচারী আবুল কালাম ও বাহরাম।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ১০টার দিকে চান্দিনার হাড়িতলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময়ে বাসটি রাস্তার পাশে দুইজন পথচারীকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন নিহত হন। এরপর আহত পথচারী আবুল কালাম ও বাহরাম চান্দিনা হাসপাতালে মারা যান।
তিনি আরও বলেন, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে বাসটি জব্দ করে স্থানীয় লোকজন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
—-ইউএনবি
আরও পড়ুন
শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে লোকবল সংকট, সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা
কমলগঞ্জে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টাকায় ব্যাপক অনিয়মের অভিযোগ
গত ৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি: এ কে আজাদ