January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 4th, 2021, 7:43 pm

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রিয়াদ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে টপকে গেলেন টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রিয়াদ। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান তোলে টাইগাররা। অধিনায়ক রিয়াদ ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিমকে টপকে গেছেন রিয়াদ। ওয়ানডে অধিনায়ক তামিমের চেয়ে ঠিক ১ রান বেশি নিয়ে শেষ করেন ম্যাচটি। ৯৯ ম্যাচের ৯১ ইনিংসে ১৭০২ রান রিয়াদের। অন্যদিকে, ৭৪ ম্যাচে তামিমের সংগ্রহ ১৭০১ রান। রান সংগ্রাহকের এই তালিকায় শীর্ষে আছেন বিশ্বসেরা অলরাউন্ডর সাকিব আল হাসান। ৮৬ ম্যাচের ৮৫ ইনিংসে সাকিবের সংগ্রহ ১৭৫৫ রান।