রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরে ঢাকা কমার্স কলেজের সামনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়েছেন।
পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির (মিরপুর) উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা।
—-ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো