অনলাইন ডেস্ক :
দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের ‘অন্তর্জাল’ সিনেমার শুক্রাবার (২২ সেপ্টেম্বর) দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এ ছাড়া একই দিন যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫০টি থিয়েটারেও মুক্তি পেয়েছে, যা ঢাকার লোকাল সিনেমা হিসেবে রেকর্ড। সিনেমাটির নির্মাতা দীপংকর দীপন “একটা সিনেমা যখন রিলিজের জন্য রেডি হয়, তখন এর পেছনে একটা জার্নির গল্পও লুকিয়ে থাকে।
‘অন্তর্জাল’ আমাদের জন্য সেরকমই একটা জার্নি। প্রায় তিন বছর ধরে এই সিনেমাটাকে লালন করেছি আমরা। চেষ্টা করেছি বাংলাদেশের দর্শকদের নতুন কিছু উপহার দিতে।” নির্মাতা দীপংকর দীপন জানিয়েছেন, ছবিটির পেছনে প্রায় ছয় কোটি টাকা ব্যয় হয়েছে। বলা বাহুল্য, এটা ঢালিউডের ক্ষেত্রে অন্যতম বড় বাজেট। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান