অনলাইন ডেস্ক :
জনপ্রিয় রেসলার জন সিনা। সম্প্রতি তার সিনেমায় অভিষেক হয়েছে। ফাস্ট এ- ফিউরিয়াস সিনেমা দিয়ে তিনি দর্শকের নজর কেড়েছেন। এবার তাকে দেখা যাবে জনপ্রিয় তারকা অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন ভাগাভাগি করতে। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। জন সিনা এবং জ্যাকি চ্যান এরইমধ্যে নাকি সিনেমার শুটিং শেষ করেছেন। তাদের এই প্রজেক্টটি এক্স এবং প্রজেক্ট এক্স-ট্র্যাকশন নামে পরিচিত। ২০১৮ সালে চিত্রায়িত হয়েছিল সিনেমাটি। আমেরিকার অর্থায়ন থাকলেও ছবিটির বেশিরভাগ অর্থ এসছে চীন থেকে। কিছু কারণে এটি মুক্তি পায়নি। কখন ছবিটি মুক্তি পাবে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রতিবেদন অনুসারে, জন সিনা এবং জ্যাকি চ্যানের চলচ্চিত্রটির মুক্তি না পাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তাই দুই দেশের অর্থায়নে সিনেমাটি নিয়ে বেশ কিছু ঝামেলা দেখা দিচ্ছে। এরপর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’ সিনেমার প্রেস কনফারেন্সে জন সিনা চিনের শহর তাইওয়ানকে একটি দেশ হিসেবে উল্লেখ করে বিতর্কের জন্ম দেন। এরপর চীনের অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই জন সিনার সমালোচনায় মুখরিত হয়। বর্তমানে চীনের জন সিনার খ্যাতি অনেকটা নেই বললেই চলে। এই মুহুর্তে জন সিনার সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমাটি মুক্তি দিলে নেতিবাচক প্রভাব ফেলবে বক্স অফিসে, এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই