অনলাইন ডেস্ক :
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে একের পর এক চমক দিয়ে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার পাকিস্তানি পেসার নাসিম শাহকে দলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে আসন্ন বিপিএলেও তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে চারবারের শিরোপাজয়ী এই দলটি।
এর আগে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদসহ ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন, ব্যাটার জনসন চার্লস, আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান এবং ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলীকে দলে নিয়েছে কুমিল্লা।

আরও পড়ুন
মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক, যা বললেন তামিম-মাশরাফি
২০২৫ সালে মেসি কত আয় করলেন