December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 13th, 2021, 3:20 pm

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন হলেন সভাপতি জসিম উদ্দিন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
১১ মে, মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোর্শেদ, উপদেষ্টা সহিদ হোসেন ও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২১-২৩ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতৃত্ব দেবেন জসিম উদ্দিন। এর আগে একই সংঠনের প্রথম সহসভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে বেঙ্গল গ্রুপ এবং আরটিভি’র ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন জসিম উদ্দিন। দেশের বেসরকারি শিল্প খাতের উন্নয়নে অবদান রেখে চলেছেন তিনি ।