অনলাইন ডেস্ক :
জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘নিশিবক’ নামে সরকারের অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করবেন তিনি। এটি নির্মাণ করবেন পরিচালক সাজ্জাদ জহির। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, এই সিনেমা মুক্তিযুদ্ধের এক রাতের গল্পে অবলম্বনে নির্মিত হচ্ছে। আগামী মাসে এটির শুটিং শুরু হবে। এদিকে নির্মাতা আউয়াল চৌধুরী ‘আগুনের পাখি’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন জ্যোতিকা জ্যোতি।
২০০৫ সালে জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম সিনেমা ‘আয়না’ মুক্তি পায়। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ‘জীবনঢুলী’ ও আজাদ কালামের ‘বেদেনী’ সিনেমায় অভিনয় করছেন। তার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমার নাম ছিল ‘ব্রেক আপ’। তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে।

 
                
আরও পড়ুন
হৃদয়ের সুরে লিজার নতুন গান
আসছে ফাল্গুনে মুক্তি পাবে ‘ভালোবাসার প্রজাপতি’
১০ বছর পর কবিতা নিয়ে অর্ণবের নতুন অ্যালবাম ‘ভাল্লাগে না’