অনলাইন ডেস্ক :
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ছিল আত্মবিশ্বাস বাড়ানোর। বিশ্বকাপের সেই প্রস্তুতিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় এই ম্যাচে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪১.১ ওভারে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ইকবাল করেছেন ৪৪ রান। কয়েক মাস পর দলে সু্যােগ পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ৪৯ রানের ইনিংস। এই দিন অবশ্য লিটন-তানজিদ-সৌম্য-তাওহীদরা ব্যর্থ হয়েছেন।
বিষয়টি নিয়ে ম্যাচ শেষে অধিনায়ক লিটন জানিয়েছেন, দুই সিনিয়র ভালো খেললেও বাকিরা সামর্থ্যরে কাছাকাছি ছিলেন না। তিনি বলেন, ‘৪০ ওভারের আগ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। তাদের লোয়ার অর্ডার ভালো ব্যাটিং করেছে। উইকেট ব্যাট করার জন্য খুব একটা কঠিন ছিল না। যেটা বললাম, তাদের লোয়ার অর্ডার ৪০-৫০ রান যোগ করেছে। আমাদের দুই সিনিয়রও ভালো খেলেছেন। কিন্তু বাকিরা সামর্থ্যরে ধারেকাছেও ছিল না।’

আরও পড়ুন
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল