অনলাইন ডেস্ক :
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে। তবে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট কোর্ট লঙ্কান স্পিনারকে জামিন দিয়েছেন বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান পুলিশের মিডিয়া বিভাগ। ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি করে দুটি সিওরিটিতে (মুচলেকা) সাবেক এই লঙ্কান স্পিনারকে জামিন দেওয়া হয়েছে। যদিও এখনো তার ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। অর্থাৎ চাইলেও দেশ ছাড়ার সুযোগ নেই সেনানায়েকের। আগামী ১২ ডিসেম্বর আবারও তাকে আদালতে হাজির হতে হবে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সেনানায়েকে। তখন ক্রিকইনফো জানিয়েছিল, ৩৮ বছর বয়সী এই স্পিনার ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কয়েক ক্রিকেটারকে ম্যাচ পাতাতে প্ররোচিত করার চেষ্টা করেছিলেন। বিষয়টি তখনই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) জানিয়েছিল। যদিও সেনানায়েকে সেই টুর্নামেন্টে খেলেননি, সে সময় তিনি শ্রীলঙ্কায় ছিলেন না বলেও জানা যায়।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল