রংপুর প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর ভাঙনে বাড়ি বিলীন হয়ে গেছে। ভাঙনে ভেঙে যাচ্ছে কবরস্থান। হুমকিতে পড়েছে রাস্তাসহ আমন ক্ষেত ও আরো কিছু বাড়ি। জানা যায়, কয়েক দিনের টানা বর্ষনে ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়ায় গত দুদিনের ভাঙনে ঘাঘটে ৬ পরিবারের বাড়ি বিলীন হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের নগরবন এলাকায় ঘাঘটে কবরস্থান ভেঙে যাচ্ছে। ভাঙনে বাড়ি বিলীন যাওয়া মতিয়ার, রাজা, রাজু, লিজু, লেবু জানান, তারা অর্থের অভাবে বাড়ি নির্মান করতে না পেরে ঘর ও আসবাবপত্র মাটিতে ফেলে রেখেছেন। এখন আত্মীয়র বাড়িতে রাত্রি যাপন করছেন। মিজানুর বলেন, তার একটি ঘর ও ল্যাট্রিন ভেঙে গেলেও অর্থ সংকটে অন্য ঘর সরাতে পারছেনা। রশিদ বলেন, তার বাড়িসহ আরো কিছু বাড়ি ও রাস্তা এবং আবাদী জমির আমন ক্ষেত হুমকিতে পড়েছে। নগরবনের রবিউল বলেন, তার এলাকায় ঘাঘটের ভাঙনে কবরস্থান ভেঙে যাচ্ছে। আলমবিদিতর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ জানান, ভাঙনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যেয়ে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে অবগত করি। ইউএনও তাৎক্ষনিক ভাঙন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদানসহ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম জানান, ভাঙন এলাকা পরিদর্শন করে রংপুর পানি উন্নযন বোর্ডকে অবগত করি। তারা দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নিবে। ভাঙন কবলিত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তাদের আবেদন সাপেক্ষে আর্থিক সহায়তা ও টিনের ব্যবস্থা করা হবে। উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বরাদ্দ দিয়েছে। দ্রুত জিও ব্যাগের মাধ্যমে ভাঙন রোধের কাজ শুরু হবে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২