এপি, স্টকহোম :
বিভক্ত সেকেন্ডের ক্ষুদ্রতম সময়ে পরমাণুতে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিনজন বিজ্ঞানী।
তারা হলেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির পিয়েরে অগোস্টিনি; ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব কোয়ান্টাম অপটিক্স ও জার্মানির লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটির মিউনিখের ফেরেঙ্ক ক্রাউস; এবং সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অ্যান ল’হুইলিয়ার।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি-জেনারেল হ্যান্স এলেগ্রেন মঙ্গলবার (৩ অক্টোবর) স্টকহোমে পুরস্কার ঘোষণা করেন।
নোবেল পুরস্কার হিসেবে নগদ ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (১ মিলিয়ন ডলার) দেওয়া হয়।
সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে এই পুরস্কারের অর্থ পাওয়া যায। ১৮৯৬ সালে আলফ্রেড নোবেল মারা যান।
আরও পড়ুন
তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল
আগামী নির্বাচনের আগে আরও দুটি সরকার আসতে পারে: আসাদুজ্জামান রিপন
খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ