December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 4th, 2023, 8:16 pm

বাংলাদেশ দলে জায়গা হচ্ছে না জিকো, তপু, মোরসালিনের!

অনলাইন ডেস্ক :

মালদ্বীপে এএফসি কাপ শেষে বিমানবন্দরে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার। এর জন্য গোলকিপার আনিসুর রহমান জিকো, দুই ডিফেন্ডার তপু বর্মণ ও রিমন হোসেন, ফরোয়ার্ড শেখ মোরসালিন ও তৌহিদুল আলম সবুজকে অনির্দিষ্টকালের জন্য ক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জানানো হয়েছিল। বুধবার (৪ অক্টোবর) বাফুফের সভাতে নিষিদ্ধ খেলোয়াড়দের জাতীয় দলে না নেওয়ার ইঙ্গিত মিলেছে।

বুধবার (৪ অক্টোবর) সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন,’মূলত এটা কোচের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না তাদের দলে নেওয়া হবে। একটা ক্লাব যখন শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, চিঠি দিয়ে ফেলেছে তখন কোচের জন্যও সেই খেলোয়াড়দের দলে রাখা কঠিন।’ বিশ্বকাপ বাছাইয়ে এই মাসেই রয়েছে মালদ্বীপের বিপক্ষে দুটি হোম এ- অ্যাওয়ে ম্যাচ। সেটা মাথায় রেখে হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলন চলছে।