January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 7:38 pm

তিশার প্রশংসায় নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক:

আকাশে হলুদ আভা। তার প্রতিচ্ছ্ববি ভেসে আছে নদীর জলে। একটি নৌকার ডেকে বসে আছেন তানজিন তিশা। আনমনে চেয়ে আছেন দৃষ্টি যত দূর যায়। রোববার সকালে তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে এমন লুকে দেখা যায় এই অভিনেত্রীকে। এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘উপস্থিতি অথবা অনুপস্থিতি?’ কিন্তু ছবির উপরে লেখাটি নজর কেড়েছেন নেটিজেনদের। তাতে লেখা ‘একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করবে।’ ছবিটি প্রকাশের ৪ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৩০ হাজার। অনেকে মন্তব্য করে তিশার প্রশংসা করছেন। একজন লিখেছেন ‘এ ছবির মূল্য ১০ লাখ শব্দের সমান।’ আরেকজন লিখেছেন, ‘আমরা উপলব্ধি করতে পারছি, আমরা তোমাকে আরো বেশি ভালোবাসি।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে। তবে তিশা কেন এমন বক্তব্য সম্বলিত ছবি পোস্ট করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল দেখা যাচ্ছে।