রাজধানীর উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার সকালে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১টা ১৮ মিনিটের দিকে ভবনের ৭ম, ৮ম ও ৯ম তলায় আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর রাত ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে দু’জন দমকলকর্মী সামান্য আহত হন।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার