অনলাইন ডেস্ক :
চলতি প্রজন্মের ব্যস্ত টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গত কয়েক বছরে নানা রকম চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে হিমির জুটি দর্শক পছন্দ করছেন। তাদের জুটির নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে। এদিকে ক’দিন আগেই সেলিব্রিটি ক্রিকেট লীগে অংশ নিয়েছিলেন হিমি। ব্যাট-বল হাতে তাকে দেখা গেছে প্রথমবার। এরপর ফের নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তবে এবার ব্যস্ততাকে ছুটি দিয়ে পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে থাইল্যান্ডে উড়াল দিয়েছেন তিনি। হিমির সঙ্গে রয়েছেন তার বাবা ও মা। ক’দিন ধরে সেখানেই রয়েছেন তিনি। বাবা-মা’র সঙ্গে নানা জায়গায় ঘুরছেন, শপিং করছেন। থাইল্যান্ড থেকে নানারকম খাবারও ট্রাই করছেন।
হিমি এ ছুটি বিষয়ে বলেন, অনেক দিন ধরে ছুটি পাচ্ছিলাম না। শুটিং নিয়ে টানা ব্যস্ততা ছিল। সিসিএল’র প্র্যাকটিস করেছি কিছুদিন। সব মিলিয়ে বেশ বোরিং অনুভব করছিলাম। তাই আমার বাবা-মা’কে নিয়ে একটু অন্যরকম সময় কাটাতেই এবারের সফর। হিমি আরও বলেন, এবার কোনো শুটিং নেই এখানে। অনেকেই ভাবছেন শুটিংয়ের জন্য এসেছি। আসলে তা না। আসলে এবার কেবল নিজেকে ও পরিবারকেই সময় দিতে চাই। এরকম সময় খুব একটা পার করা হচ্ছে না। এদিকে হিমির এবারের সফর ৭ দিনের। আর ৩-৪ দিন পরই দেশে ফিরবেন বলে জানালেন ছোট পর্দার এ তারকা। এরপর ফিরেই টানা শুটিং করবেন। ডিসেম্বরে দেশের বাইরে শুটিং করতে যাওয়ারও কথা রয়েছে বলে জানালেন তিনি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব