আব্দুল বারী স্বপন, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় মহাতাঁবু জলসার মধ্যদিয়ে ১৮৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী হয়েছে। গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রবিবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট গঙ্গাচড়া এর সভাপতি তাসলীমা বেগমের প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিসার শফিকুল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ। আরো বক্তব্য রাখেন স্কাউট গঙ্গাচড়া উপজেলা কমিশনার মতিয়ার রহমান, সম্পাদক আবুল কাশেম। সমাপনীতে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা সদ্য উডব্যাজ পার্চমেন্ট প্রাপ্ত ৪জন স্কাউটারকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। বাংলদেশের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাবিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায়) এর অর্থায়নে ও বাংলদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং স্কাউটস গঙ্গাচড়ার ব্যবস্থাপনায় ৫ দিন ব্যাপী বেসিক কোর্সে ৪০ জন শিক্ষক প্রশিক্ষণ শেষে স্কাউট দীক্ষা গ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে উপজেলা কাব লিডার ও কোর্সের প্রশিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলমের সঞ্চালনায় অনুভুতি ব্যক্ত করেন প্রধান শিক্ষক আকতারুজ্জামান বাবলা, সহকারি শিক্ষক মোয়াজ্জেমা নাহিদ ও রওশন আরা। কোর্স সমাপনীতে দিনাজপুর অঞ্চলের ১০ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার