January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 11th, 2023, 3:12 pm

পাবনায় ৯৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনা জেলার আতাইকুলা থানার গাঙ্গহাটি বনগ্রাম থেকে ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাকিম খাঁ(২৭) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। বুধবার সকালে তাকে আটক করা হয়।

আটককৃত হাকিম গাঙ্গহাটি বনগ্রাম গ্রামের আব্দুল কাদের খাঁর ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার গাঙ্গহাটি বনগ্রাম গ্রামে অভিযান চালিয়ে হাকিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘ দিন এভাবেই মাদক বিক্রি করে আসছে।

আটককৃত হাকিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।