অনলাইন ডেক্স :
এতদিন সব ছবি ডিভাইস থেকে মুছে ফেলার পরেও গুগল ফটোসের (Google Photos) অনলাইন ফ্রী ক্লাউড স্টোরেজে রাখা যেত। কিন্তু আনলিমিটেড স্টোরেজের সেই সুবিধা শেষ হতে চলেছে পয়লা জুন থেকেই।
টেক জায়েন্ট গুগল ইতোমধ্যেই ঘোষণা করেছে, পয়লা জুন থেকে শুধুমাত্র ১৫ জিবি ক্লাউড স্টোরেজ ফ্রীতে পাবেন গ্রাহকরা। তার বেশি হয়ে গেলেই টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে।
১৫ জিবি পেরিয়ে গেলে গুগলে ক্লাউডে ছবি সেভ করতে গেলে প্রতি মাসে ১৪৬ টাকা দিতে হবে। বছেরের একেবারে সাবস্ক্রিপশন নিতে গেলে এক হাজার ৪৬৪ টাকা দিতে হবে। উল্লেখ্য, এই চার্জ কেবল নতুন ছবি-ভিডিও সেভ করার জন্য।
অর্থাৎ আপনার পুরনো ছবি-ভিডিও আগের মতোই সেভড থাকবে। যদিও গুগল পিক্সেল ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নিয়ম হবে না। তারা আগের মতোই ফ্রী স্টোরেজ পাবেন।

আরও পড়ুন
দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
স্ন্যাপচ্যাট, ক্যানভা, অ্যামাজনসহ বিশ্বের বহু প্ল্যাটফর্মে সেবা বিপর্যয়
চ্যাটজিপিটি ব্যবহারকারী সংখ্যায় এখন ১০০ কোটি