জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট নির্বাচনে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সোমবার (১৬ অক্টোবর) বিকালে শেষ হয়েছে।
আট বছর আগে ২০১৫ সালে শেষ নির্বাচন হয়েছিল।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু হাসান জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ চলবে।
তিনি বলেন, ৩৩টি পদের বিপরীতে মোট ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ৬১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোটারদের ভোট দেওয়ার জন্য একটি বুথ স্থাপন করা হয়েছিল।
দু’টি প্যানেলের মধ্যে একটি হচ্ছে আওয়ামী পন্থী বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ (অধ্যাপক এ এ মামুনের নেতৃত্বাধীন) ও শিশু ঐক্য।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু