January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 16th, 2023, 8:38 pm

রিজওয়ানের বিরুদ্ধে ভারতীয় আইনজীবীর নালিশ

অনলাইন ডেস্ক :

মাঠে নামাজ পড়া নিয়ে মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছেন ভারতের আইনজীবী বিনীত জিন্দাল। এর আগে পাকিস্তানি উপস্থাপিকা জয়নাব আব্বাসের বিরুদ্ধে ‘হিন্দুবিরোধী ও ভারতবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ এনেছিলেন বিনীত। এরপর নিজের নিরাপত্তা শঙ্কায় ভারত ছাড়েন তিনি। পাকিস্তান ফিরে নিজের পুরোনো মন্তব্যের জন্য ক্ষমা চান জয়নাব। এবার বিনীত অভিযোগ এনেছেন পাকিস্তান দলের উইকেটকিপার ব্যাটার রিজওয়ানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগপথে বিনীত লিখেছেন, ‘এই অভিযোগ পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে, এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর দলের প্রথম ম্যাচে তিনি মাঠে নামাজ পড়েছেন।

মাঠে রিজওয়ানের নামাজ পড়াকে অনেক ভারতীয় নাগরিকের কাছে নিজের ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরার প্রতীকী চিত্র বলেই মনে হয়েছে, যা খেলাধুলার চেতনাবিরোধী।’ অভিযোগনামায় আরও ঊঠে এসেছে রিজওয়ান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে হারানোর পর মাঠে নামাজ পড়েছিলেন রিজওয়ান।

অভিযোগপত্রে লেখা হয়েছে তখন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস বলেছিলেন, ‘রিজওয়ান যেটা করেছে, সেটা সবচেয়ে পছন্দ হয়েছে। সে মাঠের মাঝে দাঁড়িয়ে হিন্দুদের সামনে নামাজ পড়েছে।’ বিনীত উল্লেখ করেছেন, ‘বিভিন্ন ধর্মের মানুষের সামনে ৩১ বছর বয়সী রিজওয়ান নিজের ধর্মকে উপস্থাপন করার সুযোগ হিসেবে ক্রিকেট ম্যাচকে ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের মধ্যে মাঠে রিজওয়ানের নামাজ পড়ার প্রশংসাও করেছেন পাকিস্তানিরা।