January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 17th, 2023, 6:45 pm

১৮ অক্টোবর আ. লীগের কর্মসূচি ঘোষণা, একইদিনে আছে বিএনপির সমাবেশ

প্রতীকী ছবি

বুধবার (১৮ অক্টোবর) আওয়ামী লীগ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে এবং একই দিনে ঢাকায় বিএনপির সমাবেশ রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের ওইদিন রাজধানীতে জড়ো হওয়ার নির্দেশনা দেন।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত এক সমাবেশে কাদের এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘১৮ তারিখ ঢাকার গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আমরা সমবেত হব।’

আওয়ামী লীগ ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কর্মসূচির বিস্তারিত সূচি নির্ধারণ করেছে। ৭ অক্টোবর শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। ১৮ তারিখ ঢাকায় এক জনসভার মধ্য দিয়ে এই ধারাবাহিক আয়োজনের সমাপ্তি ঘটবে।

১৮ অক্টোবর আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের আরও সদস্য ১৮ তারিখের কর্মসূচিতে যোগ দেবেন। আমরা আন্দোলনের জন্য একটি শোভাযাত্রা ঘোষণা করব, যা জাতীয় স্মৃতিসৌধের দিকে অগ্রসর হবে।’

তিনি বলেন, ‘ঢাকা শহরে আমরা তাদের সমাবেশে বাধা দেব এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেব। তারা ষড়যন্ত্র করছে। ফখরুল গুজব ছড়াচ্ছেন।’

এ সময় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

—-ইউএনবি