January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 7th, 2021, 6:59 pm

ঋত্বিকের সিনেমায় পবনদীপ-অরুণিতা

অনলাইন ডেস্ক :

ভারতের সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনে সবচেয়ে আলোচিত ছিলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। এবার বলিউডের অভিনেতা ঋত্বিক রোশনের সঙ্গে দেখা করলেন তারা। সম্প্রতি পবনদীপ ও অরুণিতা অভিনেতা ঋত্বিক রোশনে বাড়িতে যান। সেখানে হৃতিক ও তার পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটিয়েছেন তারা। সেই ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়েছে, তাহলে কি ঋত্বিকের পরবর্তী সিনেমায় গান গাইবেন পবনদীপ ও অরুণিতা? ভক্তদের প্রাথমিক অনুমান, পবনদীপ-অরুনিতা ঋত্বিকের পরবর্তী সিনমায় কাজ করতে পারেন! সে কারণেই তারা দেখা করেছেন অভিনেতা ও তার পরিবারের সঙ্গে। সেখানে ঋত্বিক থেকে শুরু করে রাকেশ রোশনের সঙ্গেও ছবি তুলেছেন ‘ইন্ডিয়ান আইডল’-এর এই দুই প্রতিযোগী। ‘ইন্ডিয়ান আইডল’-এর দীর্ঘ আট মাসের যাত্রায় সেরার মুকুট উঠে পবনদীপ রাজনের মাথায়। আর এই শোয়ের রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল। মঞ্চের বাইরেও দু’জনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। অরুণিতা মুম্বাইয়ের যে বাসায় থাকেন সেখানে ফ্ল্যাটও কিনেছেন পবনদীপ। এ থেকেই তাদের প্রেমের জোড় গুঞ্জন ছড়িয়েছে। তবে একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেন তারা।