একাদশ জাতীয় সংসদের (জেএস) ২৫তম অধিবেশন রবিবার শুরু হয়েছে। যা আগামী সাধারণ নির্বাচনের আগে বর্তমান সংসদের শেষ অধিবেশন হতে পারে।
বিকাল ৪টা ৫ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী তাকে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন।
গত ১৪ সেপ্টেম্বর বর্তমান সংসদের ২৪তম অধিবেশন ৯টি বৈঠকের পর স্থগিত করা হয়।
২০২৪ সালের ২৯ জানুয়ারি একাদশ সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে চলেছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারির প্রথম অধিবেশন শুরু হয়।
তাই, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা
এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ বিকেল ৪টায়
বাটা’র বাংলাদেশের ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি ফারিয়া ইয়াসমিন