অনলাইন ডেস্ক :
দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ে ফিরেছিলেন পরীমণি। তবে এর পরপরই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় এই অভিনেত্রীকে। ফলে শুটিংও বন্ধ রাখতে হয় সংশ্লিষ্টদের। সুস্থ হয়ে পরীমণি আবারও শুটিং শুরু করেছেন। ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়েই বিরতি ভেঙেছিলেন পরীমণি। শনিবার থেকে আবারও সিনেমাটিতে কাজ শুরু করেছেন তিনি। ফিরেই অভিনেত্রী জানালেন, এবার একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান। পরীমণি বলেন, ‘হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ¦র নিয়ে। এর দুই দিন পর নানা ভাই অসুস্থ হন। আমি সুস্থ হয়ে নানার যতœ নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত।
এর মধ্যে শনিবার থেকে আবার ‘ডোডোর গল্প’র শুটিংয়ে অংশ নিয়েছি।’ সিনেমাটি সম্পর্কে পরীমণি বলেন, ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় তাঁকে দেখা যাবে। আশা করছেন সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এর সহ প্রযোজক নাজমুল হক ভূঁইয়া ও নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত