January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 22nd, 2023, 8:18 pm

খারকিভে ডাকঘরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভের ডাক বিতরণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ছয়জন নিহত ও আহত হয়েছেন ১৭ জন। গত শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম পোস্টে বলেছেন, শনিবারের ক্ষেপণাস্ত্র হামলাটি বেসামরিক অঞ্চলে আঘাত করেছে। ইউক্রেনের নোভা পোশতা পোস্টাল সার্ভিসের লোগোসহ একটি ভিডিও শেয়ার করেছেন জেলেনস্কি। সেখানে দেখা গেছে, একটি ভবনের জানালার ক্ষতি হয়েছে। খারকিভের গভর্নর ওলেহ ভাসিলোভিচ সিনেহুবভ বলেছেন, আহতদের বয়স ১৭-৪২ বছর হবে।

সিনেহুবভ আরও বলেন, ডাক কর্মকর্তাদের বেশি ক্ষতি হয়নি। কারণ ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করার আগে সতর্ক সংকেত বেজেছিল। আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে থেকে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণের শুরুর দিকে এই শহরে ব্যাপক বোমা হামলা করা হয়েছিল।